Bangla love sms
Bangla love quite
সবাই সুখের আশায়, সুখী হওয়ার জন্যই ভালবাসে। তবে এটা মনে রাখতে হবে যে ভালবাসায় সুখের চেয়ে দুঃখটাই বেশী। বিরহ আগুনে পুড়ে পুড়ে সুখী হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।
ভালোবেসে চিরদিনের জন্য যদি কারো হাত ধরতে না পারো, তবে ক্ষণিকের জন্য কারো হাত ধরে ভালোবাসার অভিনয় না করাটাই ভালো।
ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসাকে বেঁধে যে রাখে।
Bangla love sms
ভালোবাসার মুল বস্তু হলো বিশ্বাস,একবার বিশ্বাস ভেঙ্গে গেলে সেই বিশ্বাস ফিরে পাওয়া খুব কঠিন।
ভালোবাসা একটি রাবার ব্যান্ডের মত, যার দুপাশ দুজন ধরে থাকে যদি কেউ একজন একপাশ ছেড়ে দেয়, তবে অপরজন আঘাত পায় যাকে কখনো ভালবেসেছেো তাকে আঘাত দেয়া আর নিজের সাথে প্রতারণা করা সমান।
Bangla love photo
তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেউ নাই। ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।জানাতে চাই- তোমায় আমার হৃদয়ে রয়েছ তুমি। তোমায় নিয়ে সারাক্ষণ,স্বপ্নের জাল বুনে যাই।ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।জানতে চাই- আমি তোমার কাছে তোমার কি প্রিয় হৃদয় আছে?
Bangla romantic sms
ভালো তাকেই বাসা যায়,যে বুঝে ভালবাসা কি?বিশ্বাস তাকেই করা যায়,যে জানে বিশ্বাস কি?ভালবাসা আর বিশ্বাস এক কথা নয়..
Bangla gf sms
আমি তাকেই ভালবাসি যে, আমাকে বিশ্বাস করে।আমি তাকেই বিশ্বাস করি যে আমাকে বুঝে।
দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো। দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো।ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি এগুলো সবই আছে কিন্তু ভালোবাসার এসব অনেকের জীবনেও মিছে।
ভালোবাসা হল এমন একটি শ্বাস যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস এটি হল ছোট্ট সুখের বাসা তাইতো এর নাম রাখা হয়েছে ভালোবাসা।
মন দিতে না পারলে মন ভেঙো না| সুখ দিতে না পারলে কষ্ট দিওনা| ভালবাসতে না পারলে অভিনয় করিও না| অভিনয় করে কারো জীবন নষ্ট করো না|
ভালোবাসা মানে নীল প্রজাপতি..ভালোবাসা মানে রুপালি উজান।ভালোবাসা মানে জোছনার গান।ভালোবাসা মানে উষ্ণ সুখের বরফ গলা নদী।
কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না যা সইবার ক্ষমতা আমার নেই॥ দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না যা বইবার ক্ষমতা আমার নেই॥ আমায় এতো বেশি কাঁদিয়ো না, যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে॥
পৃথিবীর সব সুখ তখনি নিজের মনে হয়,যখন ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে..আর তখনি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যখন ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে...♥♥
যাকে সত্যিকার ভালোবাসা যায়।সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না--কাজী নজরুল ইসলাম।
বন্ধুকে ভালবাসার মানুষের জায়গায় বসানো যায়..কিন্তু ভালবাসার মানুষকে কখনও শুধু বন্ধু হিসেবে মেনে নেয়া যায় না......
যদি ভালবাসো মোরে তবে মোর হাত দুটি ধরে নিয়ে চল অনেক অনেক দূরে,যেথায় তোমাতে আমাতে কথা হবে মুখে মুখে নয়,কেবলই মনে আর মনে |
মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দিই...,কারণ তোমাকে ভালবাসি বলে......নীরবে নিজেও কষ্ট পাই....,তোমাকে মিস করবো বলে........তোমাকে যখন মিস করি....,তখন পৃথিবীকে এড়িয়ে চলি...... কারণ তখন আমার সব......,অনুভূতি জুড়ে শুধুই তুমি..........|
জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়।কিন্তু যদি এক জনের সাথে চলা যায়।বাকি পথ চলা খুব কঠিন।
কাউকে ভালোবাসা কঠিন কাজ নয়।কঠিন হল কারো মনে ভালোবাসা সৃষ্টি করা।
যে জন দিবসে রিচার্জ কিরায়া নিশিতে উড়ায় টাকা।দেউলিয়া করিবে প্রেমিকা তাহার পকেট করিবে ফাকা।
ভালবাসা এবং মৃত্যু এই দুইটা দাওয়াত বিহীন অতিথি।একজন এসে নিয়ে যায় মন আরঅন্য জন এসে নিয়ে যায় জীবন।
তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেউ নাই। ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই। জানাতে চাই- তোমায় আমিএ হৃদয়ে রয়েছ তুমি। তোমায় নিয়ে সারাক্ষণ,স্বপ্নের জাল বুনে যাই। ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।জানতে চাই- আমি তোমার কাছে তোমার কি প্রিয় হৃদয় আছে?
আমার ডানা নেই, তাই উড়তে ইচ্ছা করে.পাখির হাত নেই তার লিখতে ইচ্ছা করে.তোমার মন নেই তাই আমাকে অবহেলা করতে ইচ্ছা করে .আজ আমি তোমার কাছে অবহেলার পাত্র তোমাকে বেশি ভালবাসি বলে ,যেদিন তুমি কাউকে ভালবেসে তার কাছ থেকে কষ্ট পাবে.সেদিন বুঝবে অবহেলার যন্ত্রনা কতটা কষ্ট কর ..HEART LESS.
খুঁজিনি কারো মন তোমার মন পাবো বলে!!ধরিনি কারো হাত তোমার হাত ধরবো বলে!!হাঁটিনি কারো সাথে তোমার সাথে হাঁটবো বলে!!বাসিনী কাউকে ভাল-তোমাকে ভালবাসবো বলে!!
ভালোবাসার মানুষ যতোই দূরে থাকুননা কেনো,কখনো মনে হবে না যে সে দূরে আছে,যদি সে অনুভবে মিশে থাকে ।
Post a Comment
please do not any spam link in the comment box .